দিন গেল রাত গেল
গেল বার মাস-
তোমার পাল্লায় পড়ে
আমার সর্বনাশ।
একটু একটু করেই তবে
করেছি সাহস সঞ্চয়
তোমায় কতো ভালবাসি
বলতে যে মন চায়!
যেই তুমি কাছে আসো
বুকটা করে ধড়াস!
বলতে পারতাম না বলে
বন্ধুরা দিত বাঁশ!
ওরা করে হাসাহাসি
আমায় ডাকে ‘লুজার’
আমার কষ্টের বিষয়টা
ওদের কাছে মজার!
একদিক ভেবেই ফেললাম
তোমায় দেব ফুল-
বন্ধুরা বলে দেখিস কিন্তু
করিসনা কোন ভুল।
দোয়া দুরুদ পড়ে আমি
বুকে দিলাম ফুঁ
প্রেমের কি মন্ত্র আছে?
ছু মন্তর ছু?
দেখতে পেলাম ঐ দূরে
দাঁড়িয়ে আছ তুমি
সাহস করে পায়ে পায়ে
এগিয়ে গেলাম আমি।
ফুল তোমার হাতে দিলাম
বললাম ভালবাসি-
তুমি অবাক না হয়েই-
হাসলে অট্টহাসি!
কি হল? কি যে করি?
দেব খিঁচে দৌড়?
এত হাসির কি আছে
আমি কি বান্দর?
মেয়েটি হাতে ধরিয়ে দিল
কার্ড যেন কিসের!
বললো ওটা দাওয়াতনামা
পরশু আমার বিয়ের!
বিয়েতে আপনি আসলে ভাইয়া
খুবই খুশি হব-
আমার বরের সাথে আপনার
পরিচয় করিয়ে দেব।
আমার মনে তখন আমি
জ্বলে পুড়ে মরি-
এই ছিল আমার কপালে?
প্রেমের খ্যাতাপুড়ি!
ঐ শুরু আর ঐ শেষ
‘ওভার’ হল ‘গেম’-
আমি বাপু কান ধরেছি
করবো না আর প্রেম!