ও চাঁদ সবাই তোমায়
ডাকে নাকি মামা?
আমার বাড়ি আসবে তুমি?
দেব নতুন জামা।
তোমায় নিয়ে খেলতে যাব
দীঘির পাড়ের মাঠে-
পুতুল নাচ দেখাবো তোমায়
নবাব বাড়ির হাটে।
তোমার ভেতর আছে নাকি
চরকা কাটা বুড়ি?
তাকেও সাথে নিয়ে এসো
দেব নাটাই-ঘুড়ি।
আমার দু’টা লাটিম আছে
একটি তোমায় দেব-
মার্বেল আছে এক কুড়ি,
ভাগ করে নেব।
তুমি কিন্তু অবশ্যই
আসবে আমার বাড়ি-
তুমি না আসলে কিন্তু;
আড়ি আড়ি আড়ি!!