ঝড় থেকেছে বহু আগেই
যত্রতত্র রেখে গেছে তান্ডবচিহ্ন
একটা দু’টো করে বিলীন হল
পুঞ্জীভূত আশ্রয়টুকুও আজ ছিন্নভিন্ন।
এখনও বইছে শ্বাস-
জানিনা কিভাবে বাকী রয়
সম্বলটুকু গুটিয়ে নিতে
তাড়া করছে সময়!
যেখানেই আছ; ভালো আছ
তোমার জন্য রইলো শুভাশিস
আমি বেঁচে আছি আবার ঝড়ের লাগি-
এই বুঝি শুরু হয়!
নিজেকে আজ বিলিয়ে দেব তোমায়-
এসো! স্বাগতম হে অতিথি মরণ-বিষ!