জামগাছের ঐ মগডালে
কাক বেঁধেছে বাসা
দু’টি ডাকা কর্কশ সুরে
বুঝি না ওদের ভাষা।
ডালপালা আর খড় দিয়ে
বাসাটি হয়েছে বেশ!
অল্প কয়েক দিনের মাথায়
নির্মান হল শেষ।
আমাশী রঙের গোটা তিনেক
পেড়েছে কাক ডিম
মকে ছানা বের হবে তার
চিন্তা করেছি অগ্রিম।
নাওয়া খাওয়া বাদ দিয়ে
ডিমে দেয় তা-
ক’দিন বাদেই বেরিয়ে এলো
লাল ফুটফুটে ছা!
ব্যস্ততার ওদের শেষ নেই
মুখে আনে খাবার-
ঠোঁটের মধ্যেই দিলে ওরা
সবটুক করে সাবাড়।
আস্তে আস্তে বড় হল
শিখলো ওরা উড়তে-
বাসা ছেড়ে চলে গেল
শহরখানা ঘুরতে।