ভুল বুঝোনা ভুল বুঝোনা
আমি তোমায় ছোঁব না
তোমার সাথে করলে প্রেম
বাঁচতে আমি পারবো না।
এ ক’দিনে হইছে ভাই
জবর একখান শিক্ষা-
মাফ চাই তোমার জন্য
নয় আর অপেক্ষা।
ভাজা মাছটি উলটে খেতে
যেন তুমি পারতে না!
দোষ নেই তবুও আমার
খুঁত ধরা ছাড়তে না।
উররমুখী হয়ে যদি
বলতে দক্ষিণ দিক-
অগত্যা আমায় বলতে হত
তুমি দারুণ ঠিক!
এখন তুমি আমার থেকে
দূরে গিয়ে মর-
আমায় ছেড়ে দিয়ে তুমি
যারে খুশি ধর!
নিজের কান নিজে মলি
করবো না আর প্রেম-
নিজের চুল নিজেই ছিঁড়ি,
ছিঃ! হোয়াট আ শেম!!