আজ কি লিখবো তা
একটু খানি ভাববো-
পেয়েছি ভাই! টক-শো নিয়ে
ফাঁদবো নতুন কাব্য।
এসব শো’তে হাজির হয়
নানান মতের মানুষ,
কখন কি বলেন তাঁরা
থাকেনা কোন হুঁশ!
উপস্থাপকও মার্কা মারা
বারুদে আগুন জ্বালে-
নিয়ন্ত্রণ হারায় কথার গাড়ি
পড়ে বিলে খালে!
ডালভাতে একটু আচার
খেতে লাগে মজা-
টক-শো গুলো চোখ কানের
বিনাশ্রমের সাজা।
দিন নাই রাত নাই
চলে বাকযুদ্ধ
দেখে সবাই মজা নেয়
বাড়ির গুষ্ঠিশুদ্ধ!
গালাগালি মারামারি
সবই চলে শো’তে-
নানা রঙের ভাঁড়গুলো
কোত্থেকে যে যোটে!
এসব শো দিয়ে ভাই
কি উপকার হয়?
এতকিছু আম-জনতার
বোঝার কম্ম নয়!
দেশের মানুষ কি চায় তাতে
কার কি যায় আসে?
এসব শো’তে বসেই তাঁরা
খলখলিয়ে হাসে!
উনাদের উদ্ভট কাযকর্ম
দ্রুতই হয় প্রচার-
আমার কাছে ফাউ-প্যাচাল
লাগে বড়ই অসার।
নামীদামী মানুষ তাঁরা
আমি কি আর বলবো-
তাঁরাই বলে, ‘হারামজাদা!
চোখ উঠিয়ে ফেলবো’!!!
এসব দেখে দেশবাসী
শোকে মুহ্যমান,
খামাখা কেন মানুষগুলো
হারায় স্ব-সন্মান?
‘বড়’ মাপের মানুষের মুখে
মন্দ কথা কি সাজে?
আমরা চাই নেতাদের
কথায় নয় কাজে।