দাম্পত্য কলহ

 

 

সূচনাঃ

স্বামী-স্ত্রী দুজনাতে

যাবে দাওয়াত খেতে-

যাবার আগের কথাগুলো

শুনুন কান পেতে!

 

স্বামীঃ

অনেক দেরী হয়ে গেল

কতো মাখবে রঙ?

চেনা তোমায় যাচ্ছে কই-

লাগছে ঠিক সঙ!

 

স্ত্রীঃ

আমি কেন সঙ হব

খেয়েছো চোখের মাথা?

যেমন তোমার চেহারা সুরত

তেমন তোমার কথা।

 

স্বামীঃ

যাহ বাবা! এখন আবার

ঝগড়া করলে শুরু?

ঠিক আছে হার মানছি

তুমি নাটের গুরু!

 

স্ত্রীঃ

দিনে দিনে বদলে যাচ্ছ

এই ছিল তোমার মনে?

আগে যদি চিনতাম

ভাগতাম না তোমার সনে।

 

স্বামীঃ

তুমি যদি না আসতে

কি আর এমন হত?

আমার পিছেও লাইন দিয়ে

মেয়েরা ঘুরতো শত!

 

স্ত্রীঃ

কি! দাঁড়াও তুমি-

মুখপোড়া হতচ্ছাড়া!

এখনই তোমায় দেখে নিচ্ছি

করছি বাড়ি ছাড়া।

 

উপসংহারঃ

এর পরের কিচ্ছাগুলো

কে বলে আর কে শোনে?

নিত্যকার এই কলহ বিবাদ

বিবাহিত পুরুষরাই জানে।

Author's Notes/Comments: 

21st october 2016

View shawon1982's Full Portfolio