প্রাচীনেশ্বর

রৌদ্রস্নান শেষ করে হেঁটে চলেছি রাজপথ দিয়ে

মহাকালের সাক্ষী হয়ে!

নিঃশব্দে অজানা গন্তব্যের দিকে

দুপাশে অসংখ্য নাম না জানা ফুলের হাতছানি

আর টুকরো স্মৃতি হিসাবে আছে জোনাকী জ্বলা রাতগুলো।

শরীর অবশ হয়ে আসে

অনুভুতিগুলো তীক্ষ্ণ থেকে তীক্ষ্মতর হতে হতে

ভেঙে পড়ে আপাদমস্তক

ছিন্ন ভিন্ন করে দেয় গায়ে জড়ানো সব পোষাক

তবুও খেয়াল নেই

থামাতে হবেই এই প্রবাহমান হাহাকার!

নিজেকে সমর্পন করবো অর্ঘ্যরূপে

খন্ডিত অথচ সন্দিহান ভাগ্যের দ্বিধাদ্বন্দ্বের কাছে

পথ হারিয়ে হয়ত থামব নতুন পুষ্পের সমারোহে

এই রৌদ্রতপ্ত অববাহিকায়।

হয়ত আবার জন্ম নেব নতুন কোন দেহে

নবজাগরণের দূর হয়ে-

তখন হয়ত পুষ্পমাল্যে ভূষিত হব;

আমার পদভারে পিষ্ট হবে সহস্র ফুল অবহেলায়!

আবির্ভুত হব নতুন কোন ছন্দে,

যা দিয়ে মিথ্যে ছলনায় ভোলাবো সমূদ্রকেও

বঞ্চিত করব হাজার জোড়াতালি দেয়া আকাশটাকে!

এরপর হয়ত বাতাসে মিলাবো; আগের মত

কিছুমাত্র আভাস না দিয়ে

তুমি অপেক্ষায় থাকলেও-

ফিরে আসবো না তোমাদের প্রাচীনেশ্বর হয়ে। 

Author's Notes/Comments: 

17th october 2016

View shawon1982's Full Portfolio