-চলে যাও। দরজা খোলাই আছে তোমার জন্য
-এত সহজে বলতে পারলে?
-হ্যাঁ পারলাম। তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে
-তবে আমার এতদিনের সবকিছু?
-ভুলে যাও তোমার অতীত। সব শেষ হয়ে গেছে
-সব শেষ? এত দ্রুত কি করে ভুলে গেলে?
-যেতে হয়। পৃথিবীর মূল্য পরিশোধ হয় এভাবেই
-তবে আমি কোথায় যাব? আমার যে যাওয়ার জায়গা নেই
-সেটা তোমার ব্যাপার। ইশ্বর তো জানতে চায়না কোথায় যাবে
-আমি তো ইশ্বর নই। অতিশয় ক্ষুদ্র এক অধম
-যাও যাও চলে যাও। সময় নেই
-যাচ্ছি। যেতে তো হবেই! ভাবো না থাকার অনুরোধ করবো
-জানতে চাও না কেন যেতে বলছি?
-জেনে আর কি হবে?
-জেনে যাও। তুমি অযোগ্য বলে বিবেচিত হয়েছো
-আমি অযোগ্য ছিলাম? ভালই বলেছো
-আর কিছু শুনতে চাও না?
-বল! আরো কিছু কি বলার বাকী আছে?
-তুমি চাইলে আছ, তোমাকে ধন্যবাদ
-উত্তপ্ত মরুতে এক ফোঁটা বৃষ্টি দিলে? তোমাকেও ধন্যবাদ।