কোন সিদ্ধান্ত নেই; একেবারেই হতবিহ্বল বিমূঢ়
স্থবির, চিরশূন্য যেন; পাহাড়ের মত অটল স্থির।
হিমবাহের মত নেমে আসতে থাকে যন্ত্রণাগুলো
ধারাবাহিকভাবে...
পৌনঃপুনিক হয়ে সীমা ছাড়ায়
বিদগ্ধ বিতৃষ্ণ বিমূর্ত বিবৃত বিধৃত বিস্মৃত –
কিছুটা বিকৃত!
গলিত লাভা পৃথিবীর সীমা ছাড়ায় গড়িয়ে গড়িয়ে
রক্তিম বর্ণে বিধৌত সয় সাগরে
শীতল পানির ঢেউ আছড়ে পড়ে অবোধের মত
ভেবেছিল প্রশমন করতে পারবে তরলাগ্নির উত্তাপ-
পানিও সিদ্ধান্তহীনতায় ভোগে-
কিছুটা বাষ্প হয়ে মুক্তির স্বাদ পেতে চায়
বাড়তে থাকে লবনের ঘনত্ব সমানুপাতিক হারে-
পথহারা মন আবার পথ হারায়
বৈচিত্র্যময় দুঃখের সম্ভারে।