সিদ্ধান্তহীনতা

কোন সিদ্ধান্ত নেই; একেবারেই হতবিহ্বল বিমূঢ়

স্থবির, চিরশূন্য যেন; পাহাড়ের মত অটল স্থির।

হিমবাহের মত নেমে আসতে থাকে যন্ত্রণাগুলো

ধারাবাহিকভাবে...

পৌনঃপুনিক হয়ে সীমা ছাড়ায়

বিদগ্ধ বিতৃষ্ণ বিমূর্ত বিবৃত বিধৃত বিস্মৃত

কিছুটা বিকৃত!

গলিত লাভা পৃথিবীর সীমা ছাড়ায় গড়িয়ে গড়িয়ে

রক্তিম বর্ণে বিধৌত সয় সাগরে

শীতল পানির ঢেউ আছড়ে পড়ে অবোধের মত

ভেবেছিল প্রশমন করতে পারবে তরলাগ্নির উত্তাপ-

পানিও সিদ্ধান্তহীনতায় ভোগে-

কিছুটা বাষ্প হয়ে মুক্তির স্বাদ পেতে চায়

বাড়তে থাকে লবনের ঘনত্ব সমানুপাতিক হারে-

পথহারা মন আবার পথ হারায়

বৈচিত্র্যময় দুঃখের সম্ভারে।

Author's Notes/Comments: 

26th June 2016

View shawon1982's Full Portfolio