মোহভঙ্গ

মোহভঙ্গ হয়ে গেছে-

বহুদিনের বানানো বালির বাঁধের মতই ভেঙে গেছে

মাত্র একটা উত্তাল স্রোতের তোড়ে-

মোহভঙ্গ হয়ে গেছে।

সবকিছু এখন বড় বেশী বাস্তব বলে মনে হয়

এই বাস্তবতার মাঝে আমি অনেক বেশীই অবাস্তব।

স্বর্ণলতার মত আঁকড়ে ছিলাম

ভেবেছিলাম এটাই আমার পরমাশ্রয়

মোহভঙ্গের সাথে সাথে ভেসে গেলাম খড়কুটোর মত

এখন আর স্বর্ণলতা নই; এখন আমি কচুরিপানা!

ভাসতে ভাসতে এখান থেকে ওখানে; উদ্দেশ্যহীন যাত্রা

যদিও কখনও তীরের সন্ধান পায়

ঢেউ এসে নিয়ে যায়

কখনও শ্বাসরোধ হয়ে আসে

তবুও মুক্তি নেই-

এটাই তো বাস্তবতা

বড় বেশী পার্থিব বাস্তবতা।

Author's Notes/Comments: 

26th June 2016

View shawon1982's Full Portfolio