লাশকাটা ঘরে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম
ময়নাতদন্ত করতে হবে!
এ কেমন আলস্য-
আরো দুই চুমুক পান করে নেই নেশার বিষ
ঢুলুঢুলু চোখে তাকাই তাশের দিকে-
আমার দিয়ে তাকিয়ে ব্যঙ্গ করে হাসছে মনে হল
হাতের ছুরি দিয়ে নতুন করে জিঘাংসা মেটালাম
লাশের উপর- যাকে হত্যা করেছি আমিই!
রাতের আঁধারে-
আমার ভালোবাসা লাশ হয়ে পড়ে আছে
আমার ছুরির বারংবার আঘাতে ঢলে পড়েছিল মৃত্যুতন্দ্রায়
আমারই জীবনের অখন্ড অংশ ছিল যে!
নেশার ঘোর কেটে যাতে চায়-
আমার কাছে বিষ আরো আছে! যত খুশি ততটাই আছে
কিন্তু আমি বিষ খাবো না-
আমি মরণ হোক তবে আলস্যের চাদরে মুড়ে!
আহ কি শান্তির ঘুম! কি আরামদায়ক শীতলতা
পুরো লাশঘর জুড়ে-
এখনি শুরু হবে নতুন আলস্যের উপাখ্যান।
আমি টলতে টলতে ছুরি হাতে উঠে দাঁড়াই-
আরেকটি লাশ কাটতে হবে!
ময়নাতদন্ত করতে হবে আনকোরা এক জীবন্ত লাশের।