শূন্য মানুষ, শূন্য হৃদয়, শূন্য বসুন্ধরা
শূন্য ফসল, শূন্য মাঠ; তপ্ত জীর্ণ খরা
শূন্য আকাশ, শূন্য বাতাস, শূন্য তমসা
শূন্য জীবন, শূন্য আশা, শূন্য ভরসা!
তোমাদের এ বিশ্বে আমি এক অচ্ছুৎ
তোমাদের আকাশ ভরা তারা দেখলে
গা ভর্তি দগদগে ঘা এর কথা মনে হয়-
কতো শত সহস্র লক্ষ অযুত নিযুত!
কেউ যখন আমার কাছে ক্ষুধার কথা বলে
তখন আমার কষ্ট লাগে কেন?
আমি তো ক্ষুধার কষ্ট পাইনি কখনও
তাহলে এ দুয়ের মধ্যে মিল কোথায়?
আমি নিজেও কি তাহলে ভিখারী?
পৃথিবীতে নিরন্তন চলছে শরীরের খেলা
মনের উষ্ণতা এখন বোধগম্য নয় মোটেই
জীবন্ত লাশ হলেও সমস্যা নেই
শুধু বেচে থাকার প্রমাণ স্বরুপ
শরীরের উষ্ণতা থাকলেই হবে!
যেখাবে শরীর থাকবে-
সেখানেই খুঁড়ে খুঁড়ে খাবে
ভাগাড়ের কাক-শকুন আর কুকুরের দল!
এখানে মানবতা শুধুই শূন্যে পর্যবসিত-
সবকিছুর শেষ হয় সেই শূন্যে!
শূন্য চাওয়া, শূন্য পাওয়া, শূন্য সকল পূন্য-
শূন্য হৃদয়, শূন্য মানুষ, সব শূন্য শূন্য শূন্য...