যদি পারতাম একটু অন্যরকম হতে
এক চিৎকার করে যদি বের হতে পারতাম
সব মায়াজাল ছিন্ন করে, অনেক দূরে...
শুরু করতে যদি পারতাম এক নতুন যাত্রা!
আমি সমূদ্রে গভীরতা দেখিনি
আমি দেখেছি তোমার দু’চোখের গভীরের আকুতি
“আমাকে বাঁচাও, বাঁচাও!” বলে যে চিৎকার-
আমি শুনেছি
প্রতিকার করতে পারিনি
আমার কাছে এর কোন প্রতিকার যে নেই...
সব শেষ হয়ে গেল চোখের নিমেষে
আমি দিগভ্রান্ত চোখে তাকিয়ে রইলাম
অপেক্ষা করলাম, যদি একফোঁটা অশ্রু ঝরে
পানির বদলে বেরিয়ে এলো-
পাথর গলা অভিশাপ!
পাথর গলে গেল
দ্রবীভূত হল সমুদয় বালুরাশি
হয়ত পানিতেই, আলোড়ন না তুলেই
সেই সমূদ্রের গভীরে, যার তীরে
আমি প্রতিনিয়ত মৃত্যুর গভীরতা মেপেছি।