গ্লানির আর কতখানি বাকী থাকে
যখন যন্ত্রণা জীবনের চেয়েও দামী হয়?
যন্ত্রণা থাকুক
শেষ হোক তবে জীবনের বোঝা
কি লাভ হবে, অন্যের চক্ষুশূল হলে?
জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে
বুঝলাম হিসেবে হয়ে গেছে ভুল-
এর শেষ নেই
দহনের পর দহন এসে নিমজ্জিত করেছে আকন্ঠ।
আমি হেরে গেছি
আমার এই ক্ষুদ্র জীবনের কাছে
আমার সমীকরণের অজানা ধ্রুবকের কাছে
এই গ্লানির বোঝা বহন করা সম্ভব নয়
শিকল মুক্ত করেছি পা দু’টো সমাজের বন্ধন থেকে
বিদায় নিচ্ছি এক বুক জ্বালা সাথে করে
খুঁজো না আমায়
আমার অস্তিত্ত্ব বিলীন হয়ে যাক চিরতরে
আমি পড়ে রইলাম সেই অতল গহীনে
একদল ক্ষুধার্ত যন্ত্রণা যাপিত
না পাওয়ার দলে।