মানদন্ড নিয়ে এসো
আজকেই হিসেবটা মিলিয়ে নেই
আজই হয়ে যাক চূড়ান্ত বোঝাপড়া
তোমার মানদন্ডে তুলে দিলাম আমার আংশিক জীবন
না না! সম্পূর্ণটা আমি দেই নি।
তবে নিয়ে এসো মৃত্যুর বাটখারা...
কতো সময় পার হয়ে গেল
বদ্ধ নদীতে পচন ধরে গেছে কচুরিপানায়
এখন কেই আকাশের দিনে তাকিয়ে
হারানো দিনের কথা মনে করে না
আকাশ এখন শুধুই শূন্য।
কই এখনও তো এলে না-
আমি যে অপেক্ষা করে আছি
এসো তবে মৃত্যুর বাটখারা নিয়ে
দেখে নাও এ জীবনের মূল্য
আমি তোমার অপেক্ষায় দিন গুনছি এক এক
শূন্য আমাশে উড়ে চলে যায়
একাকী নিঃসঙ্গ ডাহুক।