শীতলতা থেকে উষ্ণতা-
আবার উষ্ণতা থেকে শুরু হয় গোলমেলে হিসেব।
ক্লান্তিকর হেঁটে যাওয়া-
শুধু শুকনো ভাতের উপর দুই দানা লবণের জন্য
অথবা দু’টো ওষুধ!
যতক্ষণ আয়ু আছে, ততক্ষণই বাঁচতে দিও-
চাই না তোমার দেমাগ দেখানো আদিখ্যেতা...
আমি বাঁচবো আদিম মানুষের মত
একান্তই আমার নিজের মত করে।
আমার নিঃশ্বাসে বাতাস উষ্ণ থেকে শীতল হয়
আমি দেখতে থাকি ক্রমাগত
ঝরা পালকের শব্দহীন পতন