স্বপ্নের আবির

বাতাসে ছড়িয়ে দিলাম আমার স্বপ্নের আবির

যদি তার ছিটেফোটাও স্পর্শ পায় তোমার-

যদি আমার কোন রঙ কখনও রাঙ্গিয়ে দেয় তোমাকে

বুঝে নিও তুমি-

বুঝে নিও কতখানি বর্ণিল হয়েছিল

আমার প্রতিটি ক্ষণ তোমার তরে-

এই বুঝি তুমি এলে!

তুমি এলে না-

আমার রং মিতালি পারায় গোধূলি সনে-

তুমি বারান্দায় দাঁড়িয়ে দেখেছো তা

 

তবুও কেন দুঃখ বাজে তোমার মনে? 

Author's Notes/Comments: 

31st march 2016

View shawon1982's Full Portfolio