সমূদ্র আমাকে আকর্ষণ করে করে নিরন্তন
এর গভীরতা ছুঁয়ে যায় হৃদয়ের তলদেশ
দিগন্তের ঠাঁই মেলে অজানার পানে
বাতাসে ভেসে আসে তীক্ষ্ণ শো শো শব্দ।
বড় একটি শঙ্খের খোলস কানে লাগিয়ে
আমি মুগ্ধ হয়ে শুনি সমূদ্রের উন্মাতাল কৃত্রিম মূর্ছনা
কল্পনার ক্যানভাসে আমি দেখি অপার বিস্ময়ে
ধূসর ঢেউগুলো আছড়ে পড়ে ক্রমাগত
পূর্ণ করে কাঁকড়ার বানানো গর্ত;
ধুয়ে যায় পায়ের ছাপ
এ সবইত শোনা কথা
শুনেছিলাম বহুকাল আগে
কোন এক ক্রান্তিকালে-
অথবা কোন দিকভ্রান্ত সময়ের প্রক্ষেপনে।
ধ্রুবতারার খোঁজ পেতে গিয়ে
আমি পেয়েছিলাম একটা সমূদ্র
যার তীরে আছে কতগুলো কড়ি-ঝিনুক
আর এক চিমটেওয়ালা কাঁকড়া
গাংচিল কি ছিল? মনে নেই ঠিকমত,
কিভাবে ভুলে গেলাম আমি?
বলই না আর একবার!
আমি তো আসল সমূদ্র দেখিনি
আমি দেখেছি তোমার চোখ, যেখানে
কূল ছাপিয়ে নামে সর্বনাশা লোনা পানির ঢল।
আমি অকারণ নিমজ্জিত হয়ে শ্বাসরুদ্ধ হই
আমার অন্তরালে;
সমূদ্রে হয়ত...