দুঃস্বপ্নের হিমবাহ থেকে নেমে আসে শীতলধারা
সাপের মত কিলবিলিয়ে ওঠে মেরুদন্ডের দারপাশ ঘিরে
দগ্ধ চোখে লাগে ঘোর-
অশূন্য ধারাবাহিকতায় মেঘে মেঘে আসে ভোর
রক্তের সাথে মেশে অতীন্দ্রিয় অনুরণন।
কুয়াশার চাদরে যখন আলপনা আঁকে নিষ্কলুষ চন্দ্রালোক, তখন
আশা নিরাশার দোটানায়,
আমি ঘুরপাক খেতে থাকি
অনির্ধারিত ধ্রুব এবং অসংজ্ঞায়িত কক্ষপথে।