শ্বাপদ হয়ে মাটিতে সাঁতরে
বালির জলপ্রপাত অতিক্রম করেছি
শুধু তোমার চোখের তীরে বিদ্ধ হতে
আমাকে ভালবাসা দিও না
ঘৃণা দিও!
তবুও তো কিছু পাওয়া হবে
না পাওয়া থেকে তাও তো ভাল।
উত্তপ্ত পীচের রাস্তায় আমি ছিলাম
একমাত্র শীতল আগুন
অথবা খসে পড়া উল্কা
শুধু তোমার ঘৃণা পেতে।
কার্পণ্য করোনা, উজাড় করে দাও
আমি আমার কন্ঠরোধ করে দিয়েছি
কিছুই বলার নেই
শুধু জ্বলন্ত অঙ্গারের মত চোখদুটো ছাড়া।
আমি কূলহারা নদীর উপরে ভেসে চলে যাব
আমার প্রাপ্যটুকু দিয়ে দাও।
আমার মাংশপেশীর ভাঁজে জমে থাকা উষ্ণতা
রেখে গেলাম তোমার জন্য।
ক্ষণজন্মার মত..
অথবা অনাকাঙ্খিত কোন জন্মের আনন্দের মত...