আগে যেখানে নিকট ভবিষ্যৎ নিয়ে ভাবতে ইচ্ছা করতোনা
এখন সেখানে দূরের ভবিষ্যৎ আমাকে ভাবিয়ে তোলে
তবে কি স্বপ্ন দেখা শিখে গেলাম-
নতুন এক সর্পিল আঁধারের প্রেক্ষাপটে?
থাকবে নানান রঙের স্বপ্ন; বহুমাত্রিক!
অসম বিভাজনে আমি হারাবো কোন এক কল্পলোকের আড়ালে।
হাজার ঝাড়বাতি আলো দেবে-
জ্বলে জ্বলে শেষ হয়ে যাবে একসময়
আমি এটাকেই স্বপ্ন দেখা বলব কিনা জানিনা।
হয়ত বাঁচতে শিখছি একটু একটু করে
এ শেখা হয়ত চূড়ান্তের নয়; ক্ষণিকের।
হয়ত সমাপ্তির, হয়ত স্বপ্নলোকের
হয়ত তোমার সাথে দেখা হবে
বন্ধুর কোন দিগন্ত-প্লাবিত করা স্রোতে
হয়ত প্রান্তিক নিয়তিতে,
হয়ত সর্পিল আঁধারে।