এই তো মনে হয় মাত্র সেদিন
শৈশবের দিনগুলো করেছি পার
প্রজাপতির বর্ণিল ডানায় ভর করে
চোখে কতো স্বপ্ন মেখে, প্রসারিত দিগন্তে
এগিয়ে যাই।
সময় হল এগিয়ে যাবার
নেইতো কিছু হারাবার।
সময়ের তরঙ্গে ভেসে যায় সব সামনে
আমরাও এগিয়ে যাই সম্মুখে রেখে স্বপ্নরাশি।
শরৎ, হেমন্ত, বসন্ত আসে পালাক্রমে
মনের মাঝে উকি দেয় রাগে অনুরাগে।
মনের মাঝে ক্ষীণ আশা জাগে-
আমি কতো ভেবেছি
আমি কি পাব তারে?
মনের অঙ্কুর বাসনা, তাতে রঙ লাগে ক্রমে-
জীবন পরিক্রমা নিয়ে যায় তাকে দূরে।
আমার সময় যে কাটে না-
বিরহে মরি মরমে।
যায় দিন, যায় মাস, যায় অষ্টপ্রহর
তুমি এসে দেখ, আমি গড়েছি তোমার স্বপ্নের শহর।
আমি জানি তুমি পারবে না-
আমায় উপেক্ষা করতে,
অজস্র পথ দিয়েছি পাড়ি-
তোমারই দেখা পেতে।
বেঁধে নিলাম আমি তোমারে, আমার চির প্রণয়ে-
সুখ দুখের ভাগীদার করতে পেরেছ কি আমাকে?
আমার হৃদয়ের সকল আকুতি রইলো তোমার কাছে,
হৃদয় পিঞ্জরে বন্দী করে তোমার স্মৃতি নিয়ে প্রবাসে!
একাকী-
আবার শুরু হয় অপেক্ষার পালা
শুরু হয় বিরহ,
এই বুঝি নিয়তির খেলা?
অবশেষে শেষ হয় দহনের কাল
আমি এসেছি আবার তোমার দুয়ার পানে
আমার হাতটি ধর, তোমায় নিয়ে বেয়ে যাব
আমার স্বপ্নের সোপান ধরে।