ইচ্ছে করে জ্যোৎস্নার তরঙ্গে ডুব সাঁতার দিয়ে
তুলে আনি একরাশ স্বপ্নরঙের মুক্তা-
তা দিয়ে একটা মালা বানিয়ে
আমি অপেক্ষা করতে থাকবো
সূর্য্য যেদিন আকাশের মত নীল হবে সেদিনের!
কোন উত্তাপ থাকবে না, থাকবে শুধু-
অবারিত মৃত্যুঞ্জয়ী জীবনের সৌরভ
আর শিশিরবিন্দুর পাগল করা শীতলতা।
আবার কখনও ইচ্ছে হয়,
গ্রহন শেষের প্রথম আলোটুকু দিয়ে একটা ভেলা বানাই।
আমার সব অপূর্ণতাকে মৃগনাভীর সুগন্ধে মুড়ে
বৈঠা বানিয়ে পাড়ি দেই সপ্তর্ষিমন্ডলের আগুন-নদী
শুরু থেকে শেষ পর্যন্ত।