লাগাতার ঢেউ এসে আছড়ে পড়ে সৈকতে
মানুষ মেতে ওঠে লবণাক্ত পানিতে
পা ভেজানোর উন্মাদনায়!
আমি পাহাড়ী গাছের শেকড় আঁচড়ে উপরে উঠি-
কুয়াশা ঘেরা শীতের সকালের আলসেমি ভেঙে
সবাই যখন আগুন পোহায়-
আমি তখন পরিব্রাজক হই।
পদব্রজে সন্ধান করি একজন পূর্ণাঙ্গ মানুষের
নির্ভীক, নিশ্চল! সমূদ্র যাকে টানে না
চাঁদের আলো যার গায়ে কাঁচের টুকরার মত
ভেঙে পড়ে চুরমার হয়।
মধ্যাহ্নে সবাই যখন ক্ষুধায় কাতর হয়
আমি তখন নখ দিয়ে আঁচড় দেই টেবিলের কিনারায়
যন্ত্রের মত হিসেব কষি,
চূড়া আর কতো দূর?
আর মতটুকু লবণ ধরবে সমূদ্রে?
চাঁদের আলোর মোহাবিষ্টতা কখন কীটের আহার হবে?
আমি উত্তর পেয়ে যাই সবার আগেই!
চোখের তারায় তৃষ্ণা নিয়ে সবাই
যখন উত্তরের আশায় হাহাকার করে-
আমি তখন সন্ধান করি
আরেকটি পাহাড়ী গাছের শেকড়ের।