বহুকাল ধরে লিখবো লিখবো করে লেখা হয় নি-
আজও দিতে পারলাম না তোমার কাঙ্ক্ষিত উপহার
কত কিছু লিখলাম, শুধু তোমার কথাই লেখা হল না।
কতবার ভেবেছি জেগে উঠবো, আমি তা আজও পারিনি
কতবার লিখতে গেছি, ক্লান্ত হয়ে দেখেছি সময় ঘুমোবার –
বহুকাল ধরে লিখবো লিখবো করে লেখা হয় নি।
সময়ের পালাবদল হয়, মানুষ বদলায়; আমি বদলাইনি
মনে মনে কতবার বলেছি, আমি ভয় পাই তোমাকে হারাবার।
কত কিছু লিখলাম, শুধু তোমার কথাই লেখা হল না।
তুমি আমাকে সঙ্গে নিতে চেয়েছিলে, আমিই যাইনি-
আমি দেব দেব করে কতো খুঁজলাম, কিছু পেলাম তোমাকে দেবার
বহুকাল ধরে লিখবো লিখবো করে লেখা হয় নি।
আমি হতবাক! এতদিন পরেও তুমি আমাকে ভুলোনি
তুমি আসতে চাইলে আমি সঙ্কোচে অযুহাত দিয়ে চলে যাবার।
কত কিছু লিখলাম, শুধু তোমার কথাই লেখা হল না।
ভেবেছিলাম কবি হব; বহু চেষ্টা করে কবি হতে পারিনি-
ভিন্ন জগতে হারিয়ে গিয়ে হারালাম ভালোবাসা তোমার।
বহুকাল ধরে লিখবো লিখবো করে লেখা হয় নি।
কত কিছু লিখলাম, শুধু তোমার কথাই লেখা হল না।