তুমি আসবে বলে
আমি একমুঠো জ্যোৎস্না বন্দী করে রেখেছি।
তোমার প্রিয় কাগজ, কলম সব
তোমার জন্য অপেক্ষা করছে।
তুমি আসবে বলে আমি
গোধূলীর আবিরমাখা রঙ রেখে দিয়েছি।
মানবে না জানি, তবুও বলি-
যখন তুমি আসবে এসো-
এসে আমায় ডেকো না।
তুমি আসবে বলেই হয়ত,
আমি আর ডাকে সাড়া দেব না।