মানুষ আসলে খুব একা;
অনেকের মাঝে থেকেও একা।
যখন আমি নিজেকে অন্যের সাথে মেলাই
আমার হিসেবে গরমিল হয়ে যায়।
মনে হয় আমি সুখী; অন্যরা নিঃসঙ্গ।
আবার মন কখনও বিদ্রোহ করে বসে-
না, আসলে আমিই নিঃস্ব, অন্যেরা সুখী!
যখন একটা সুন্দর মুখের হাসি দেখি
তখন মনে হয় এটা শুধুই আমার-
কাজেই আমার চেয়ে সুখী আর কেউ নয়।
আবার কখনও মনে পালিয়ে যাই
লোকালয় থেকে অনেক দূরে
সবার চোখ ফাঁকি দিয়ে একেবারে লোকান্তরে।
যেতে চাই,কিন্তু পরক্ষণেই ফিরে আসি
সেই মায়াময় হাসির জন্য;
ডাকে আমাকে হাতছানি দিয়ে।
আমি আবার বাধা পড়ে যাই সেই পুরনো চক্রে
যেখানে আমার কোন হিসাব
সমাপ্তির লাগাম ধরতে পারে না।
আমি খাবি খাওয়া মাছের মত হয়ে যাই
হাতড়ে চলি দূরাশা সাগরে-
ভাসমান আবর্জনার আশায়!
আমি আবার আগের সিদ্ধান্তে ফিরে আসি-
মানুষ আসলে খুব একা।