আমার আকাশে ধ্রুবতারা নেই,
আমি একলাই পথ চলতে শিখেছি
হারানো ধ্রুবতারা হয়ত আমাকেই খুঁজে নেবে
না হয় না নিক! আমার কোন অপেক্ষা নেই।
দিকহারা উল্কার মত আমি ধাবমান
এক অনিশ্চিত গন্তব্যের দিকে।
আমি আজ দিশেহারা হব-
দিকভ্রান্ত হব স্বেচ্ছায়।
যখন আমার গতি অসীমের সাথে
পাল্লা দিয়ে ধেয়ে যায়-
আমি ক্লান্ত হই তখন
নিঃশেষে অপাংক্তেয় তারার তৃষ্ণায়।