রক্ত কণিকায় বেড়েছে ব্যবধান ক্রমশঃ
উন্নাসিকতা আর অর্থদম্ভে পর্যুদস্ত মানসিকতা।
আট মাসে অন্তঃস্তত্বার বোধন হয়
সশব্দে কাঁচের বাসন আছড়ে পড়ার শব্দে-
আমি পিতৃস্নেহের মুখাগ্নি দেখি নিপীড়িত দু’চোখ মুদে।
28th December 2015