প্রাণের সন্ধানে

 

আমি প্রাণের সন্ধানে চলেছি বহু পথ-

নির্ভেজাল হতে হবে, ভগ্নাংশেও আপত্তি নাই!

পুরনো দালানের শ্যাওলা ধরা ইটের উপর

ছোট একটা ভীত শামুক-

অথবা প্লাস্টার খসে পড়া

ইটের ফাঁক থেকে সচকিতে উকি দেয়া

অশ্বত্থ গাছের অঙ্কুর হোক-

তবুও তো প্রাণের ছোঁয়া পাব;

সাথে একটু সজীবতার গন্ধ।

বহুদিনের পরে হয়ত একটু বাঁচতে চাই

দাবী এমন বেশী কিছু নয়-

প্রচন্ড শ্বাসকষ্টে চাই একটু মুক্ত বায়ু।

মৃতশহরের সবকিছুর সাথে আজ

বাতাসটুকুও মরে গেছে।

জেগে আছে শুধু প্রাণের সন্ধান। 

Author's Notes/Comments: 

28th December 2015

View shawon1982's Full Portfolio