অজস্র মিথ্যের প্রলোভন দিয়ে
তোমাকে ভোলাবো না।
আসলে ভোলাতে পারব না।
আমি সাঁতার দিতে পারি না-
নীলপদ্মও চিনি না।
মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বলবো না-
এনে দেব একশ-একটা নীলপদ্ম।
আমি কোন ক্ষমতাধর নই,
আমি তোমার জন্য
চাঁদকেও এনে দিতে পারবো না।
পারবো না কোন প্রাসাদ গড়ে দিতে।
দীনহীন আমি।
মনে হয় আমার ইচ্ছেগুলোও
আমার মতই জরাজীর্ণ।
খুব ইচ্ছে করে হারিয়ে যেতে-
তোমাকে সাথে নিয়ে
লোকালয় থেকে দূরে কোথাও।
ভালোবাসার বিশাল এক আকাশ
আমি আমার স্বপ্নের স্তম্ভের উপর গড়েছি।
যদি ঘূর্ণিঝড় হয়ে কখনও আসো-
আমি শতছিন্ন হয়ে উড়ে যাব,
তবুও তো তোমার সাথে।
আমার হৃদয়ে তোমার জন্য কোন জায়গা নেই!
ভেবো না মিথ্যা বলছি।
একটু জায়গা আমি দেইনি;
দেব না কখনই।
তবে যে আকাশের কথা বললাম?
তোমাকে নিয়ে অজানায় হারিয়ে যাব বললাম?
সবই কি মিথ্যা সান্ত্বনা?
তুমি কেন আমার হৃদয়ে জায়গা নেবে?
তুমিই তো আমার হৃদয়টা!
সেট কি তুমি জান না?