তোমাকে দেয়া কোন কথা আমি রাখিনি
আমি তো আসলে তোমাকেই ভালবাসিনি।
কথা দিয়েছিলাম আগলে রাখব তোমাকে-
মনের গহীনে, একান্ত গোপনে!
আমি তোমাকে ধরে রাখতে পারিনি।
আমি তোমাকে ঠিকই চিলেছিলাম;
তুমি চিনতে পারনি আমাকে।
আর তা পারনি বলেই কাছে এসেছিলে-
দু’হাত দিয়ে তোমায় বিসর্জন দিয়েছিলাম।
তুমি দিয়েছিলে স্নেহের পরশ
তুমি দাবী করনি কোন কিছু।
আমি খুঁজে ফিরেছি তোমার যত দোষ-
দূরে সরে গেছি,
কখনও ফিরে তাকাইনি পিছু।
আমি তুলে দিয়েছি দূরত্বের এক দেয়াল
তুমি ভেবেছিলে-
এ হয়ত আমার নিছক খেয়াল।
আজও আমি পারিনি তোমার ভুল ভাঙাতে-
কতবার প্রতারণা করেছি আমি,
তবুও কেন বিশ্বাস কর আমাকে?
আমি প্রতারক!
চিরকাল রয়ে যাব তাই।
প্রতারণা ছাড়া তোমাকে দেবার আর কিছুই নাই।
আমি প্রতারক হয়ে রয়ে যাব বলে-
তুমি যেন তবু, নিও না কভু কেড়ে
এই প্রবঞ্চকের ঠাঁই।