দ্রবীভূত

দ্রবীভূত হচ্ছি ফোঁটায় ফোঁটায়

ঋদ্ধ উষ্ণতায়-

দৃপ্ত পদক্ষেপে আলিঙ্গনের অপেক্ষায়

নিঃসঙ্গ ডাহুক ডেকে যায় সন্তর্পনে।

দৈবাৎ ফিরে পেলাম সম্বিত,

প্রায়শ্চিত্তের প্রহর গুনে গুনে ক্লান্ত রিক্ত-

সংযোগবিহীন দুর্বিপাকে।

আমি প্রমাদ গুনি একটু একটু করে,

আর দ্রবীভূত হই সম্পূর্ণরূপে-

এক নতুন গল্পের কল্পলোকে। 

Author's Notes/Comments: 

2nd October 2015

View shawon1982's Full Portfolio