মুখোশধারী দিকপাল

 

 

জ্ঞানের বিস্তারে হবে আগুয়ান, দীপ্ত প্রতিজ্ঞাবদ্ধ, 

গগনচুম্বী প্রত্যাশা আর কিছু বিশেষণের শব্দযজ্ঞ।

মহান শিক্ষাগুরু! কি অপার দাপট আর ক্ষমতার দম্ভ-

চাটুকারিতার খোলসে সদাবৃত; পুঁতিগন্ধময় নষ্টাত্মা

ভ্রষ্টচারী, মুখোশধারী, কপট উৎকর্ষের ব্রহ্মচারী, নীচ!

কাঁধে বয়ে নেয় মানবতার শ্মশানযাত্রা!

রাজনীতির গর্ভস্রাবে সাঁতরে বেড়ানো, কুৎসিত এক কীট।

বৈষম্যনীতি আর অহঙ্কারের উন্নাসিকতায় কলুসিত শিক্ষাঙ্গন-

স্বীয় মাংস-ত্বক রক্ষার্থে তাঁর সর্বত্র বিচরণ!

নিজেকে ভাবে স্বয়ম্ভু! ভুলে গেছে কবে অতীত-

মানুষ তাঁর পূজা করে; দুরুদুরু কাঁপে মন!

টলে যায় বুঝি অলীক উপমায় গড়া সকল মানদন্ডের ভিত।

কলমের খোঁচায় এফোঁড়ওফোঁড়!

অভাগার চোখে অনল ঝরায়- ভস্মীভূত বহ্নিশিখা!

পৈশাচিক উন্মাদনায় তিনি ভ্রমন করেন দেশ-দেশান্তর!

নকল বিনয় চোখের দৃষ্টিতে, আর-

বৃশ্চিকের মত দংশনে জর্জরিত করে;

মুখের হাসিতে ঝরে হৃদয়-নিংড়ানো বিষোদ্গার!

জন্মেছিল সে, হয়ে এক দম্পতির আদরের সন্তান;

আজ সে শত-খেতাবধারী

শিক্ষাগুরু, অধ্যাপক!

ক্ষমতান্ধ দানব-

এক নিরেট মূর্তিমান শয়তান! 

 

Author's Notes/Comments: 

2nd October 2015

View shawon1982's Full Portfolio