কেন এই অপেক্ষা, যে আমাকে চেনেই না?
হারিয়ে ফেলেছিলাম সেই কবে,
ভুলে পথে যেতে যেতে-
ভেবেছিলাম নতুন কোন পথ তৈরী করে নেব।
কিন্ত লাভ ক্ষতির হিসাবের পরে,
সংযোজিত হল ব্যর্থ মনোরথ!
যে গন্তব্যের আশার চলেছিলাম ভুল পথে-
আজ তার দেখা পাব না জানি; তবুও-
ক্ষীন আশা দোদুল্যমান, যদি একবার সে
অক্ষ থেকে দ্রাঘিমায় যায়!
আমার পথের শেষ হয় গহীন অরন্যে
যেখানে নেই সময়ের উন্মাদনা আর
নিমগ্নতার উন্নাসিকতা!
অজানা পাখির কূজনে আমি ভুলে যাই-
কার সন্ধানে আমি পথ হারালাম।
ফিরে আসতে চাইলাম-
কিন্তু আবার পথ হারালাম অন্য ভুল পথে!
হয় ভুল গন্তব্যে,
কিংবা ভুলে ভরা ভালবাসায়।