ঢল

ঐ বুঝি নেমেছে পাহাড়ী ঢল,

সাথে জলপ্রপাতরূপী পাহাড়ের ক্রন্দন!

ডানা মেলা রঙ্গিন প্রজাপতি হয়ে উড়ছি;

মিথ্যে প্রমাণ করে মায়ার বাঁধন।

অচেনা ধূমকেতু হয়ে

ক্লীব অভিশাপ গায়ে মেখে

অমাবশ্যায় দিয়েছি আলো।

সময় হল-

অলীক আবরণের মায়াজাল ছিঁড়ে

অপেক্ষা কর দ্বিপ্রহরের-

সেথা দুমুঠো নতুন স্বপ্ন জ্বালো। 

Author's Notes/Comments: 

28th september 2015

View shawon1982's Full Portfolio