আজ না হয় ছন্দ ছাড়াই কিছু লিখি
নাই বা থাকলো নতুন শব্দ অথবা উপমা।
থাকুক কিছু ভুলে যাওয়া পুরনো সুর!
মন চায় দখিনের জানলা খুলে একটু বসি
পাথর চাপা দেয়া বুকটা-
বাতাসের জন্য হাহাকার করে।
সবকিছু স্থবির;
আমি গতিশীল হবার ধৃষ্টতা দেখাই।
মহাকালের দেয়ালে লেগে থাকা ঝুলকালি
হাতে মেখে হাত করি কলঙ্কিত!
প্রতিবাদী শিশুর কন্ঠরোধ করে দিয়ে-
আমি হই শ্বাশত সুন্দরের প্রতিনিধি!
কি ভয়ঙ্কর কুৎসিত অবক্ষয়-
আমি আবির্ভুত হই কিংবদন্তী হয়ে!
আমার আকাশ অস্তমিত হয় আলোর আড়ালে।
ছন্দহীন ভাবে রোপণ করে চলি-
লৌকিকতার অসভ্য জারজ ভ্রুণ।