সীমানা পেরিয়ে এলাম তোমার কাছে
এনেছি উপহার।
নিয়ে নাও তুমি যা কিছু আমার আছে।
যখন অপলক চোখে দেখছিলাম তোমায়-
দ্বিধাহীন ভাবে তুমি বলে দিলে, ‘বিদায়’!
পিছুটান না রেখে একাকী চলেছি নতুন পথে
শুধু একটাই কষ্ট তুমি রইলে না সাথে!
মনের ভেতরের এলোপাথাড়ি ঢেউ এর ছিটেফোঁটা
নিস্তরঙ্গ অশ্রু হয়ে বেয়ে যায়-
ক্ষীণ থেকে ক্ষীণতর
ফিকে হয়ে যাওয়া ভালবাসার রংটুকু
কবিতার পংক্তি হয়ে কাগজে ঠাঁই পায়।
সময় পেলে একবার এসো
সেই না দেখা সাগরের তীরে-
তোমার একটু স্পর্শ নেব
মহাকালের সাক্ষী হয়ে।