পিলসুজ

কবিতার ঘাটে বেধেছি আপন তরী

সামনে শিশির সিক্ত প্রান্তর-

দুরু দুরু বুকে এক পা দুপা করে এগোই

তোমার থেকে দূরত্ব বেড়ে চলে

কিন্তু আমার মাঝে যে তোমার বসবাস;

আমি এগিয়ে যাই সেখানে।

অপেক্ষা শুধু পিলসুজের- 

তুমি রইবে আলোয়;

আমি অন্ধরাকে। 

Author's Notes/Comments: 

10th september 2015

View shawon1982's Full Portfolio