আমার ক্ষণিকের ভুলে, তুমি আমাকে ছেড়ে চলে গেলে?
মাত্র একটিবারের ভ্রুকুটি আর একটু অনীহা,
হয়ত সাথে একটু সন্দেহের বহিঃপ্রকাশ হয়েছিল;
কিন্তু তোমাকে হারালাম চিরতরে।
বিদায় না নিয়েই তুমি চলে গেলে।
কিসে হবে আমার প্রায়শ্চিত্ত? কিসে পাপ মোচন?
সারা দিনভর অস্থির আমি, আমার দেহ মন অবচেতন।
কোথাও যদি দেখতে পাই তোমার অবিকল ছায়া,
দুঃখের তীব্রতা গ্রাস করে নিবে,
যেখানে আসবে না ভাঁটা।
যদিও অবহেলা করেছিলাম কিঞ্চিত
অমর্যাদা করিনি কখনও!
কখনও আলিঙ্গনে, কখনও পথচলায়
সুখ দুখের কত কথা কয়েছি গোপনেও।
জানি জানি আসবে না, শুনে এই কবিতাখানি-
কমবে না জানি, বাড়ুক তবে আমার কষ্টের কাহিনী!
চোখের পানি ফেলতে পারিনি, লোকলজ্জার ভয়ে;
হৃদয়ে আমার ক্ষরণ হয়েছে,
সেখানে ঢেউ এসেছে বারেবার ভাটাঁবিহীন জোয়ারে।
আমার ক্ষণিকের ভুলে, আমি যথেষ্ট পেয়েছি শাস্তি-
কথা দিলাম, এবার মানুষ হব,
তোমার জন্য-
হোক তবে এটা তোমার প্রতি আমার আমৃত্যু প্রণতি।