==========
মনের মাঝে বুঝি দেয়াল তোলা যায়?
ইট কাঠের দেয়াল কি শুধু জমির সীমানাতেই হয়?
নিজের মনে প্রতিনিয়ত চলা দ্বন্দ্বগুলো ঠেকাতে
যে দেয়াল তুলেছিলাম; সেগুলো স্থায়ী হয়ে
মনের উপরে জগদ্দল পাথরের মত চেপে বসেছে।
এপাশ থেকে ওপাশ, নিজের দেয়ালে নিজেই মাথা ঠুকে দেই।
কোন লাভ নেই; যা আড়াল করে রেখেছিলাম-
তা আর কখনওই পাবার নয়।
মনের সেই দেয়ালে আমি কতগুলো স্লোগান লিখেছিলাম-
‘আমি আমার কথা রেখেছি; বহুবছর হয়ে গেল
আমি আমার ওয়াদা রেখেছি’।
কবিতার বরুণারা কথা রাখে না। কিন্তু আমি রেখেছি।
তেত্রিশ বছর কেন, হাজার বছর আয়ু পেলেও
আমি আমার কথা রেখেই যাবো।
আমার যে ভোলার উপায় নেই।
খোদাই করে রেখেছি,
দূর্ভেদ্য সেই দেয়ালে।
এপাশ ওপাশ করে দ্বিখন্ডিত করে রেখেছে যা মনকে।
আত্মায় আর শরীরে যেমন দুই সত্ত্বায় বিভক্ত আমি-
ঠিক তদ্রুপ অন্তর্দ্বন্দ্বের দেয়ালের ওপাড়ে সংযোগবিহীন-
আগের মত নও, একটু অন্যরকম তুমি।