জ্বরের ঘোরে বকতে থাকা কিছু প্রলাপ,
নাইবা থাকুক মনে,
বাতাসে উড়ে শূন্যে মিলাক!
বিন্দুমাত্র মূল্য দিও না এসবের-
মাটির পাত্রে কি বা আর আছে মূল্য?
কুমারকে বলে দিও, আবার গড়ে দেবে
তোমার পছন্দমত! নিখুঁত করে, নকশা দিয়ে!
জ্বর বেড়ে চলেছে- সাথে বাড়ছে পাগলামী!
কে বলেছে সহ্য করতে?
সবাই যখন গোধূলীবেলার সোনাঝরা রঙ দেখে-
আমি তখন দুহাত ভরে মেখে নেই
কিছুটা দিন শেষের উত্তাপ!
আর সাথে কিছু থাকে
বিবর্ণ অনুতাপ!
জ্বরের ঘোরে বকে চলেছি!
ক্ষমা কর আমায়!
নাইবা থাকুক মনে,
বাতাসে উড়ে শূন্যে মিলাক!