অস্থি মাংস আর সামান্য কিছু আবেগ অনুভূতি
হয়ত তোমার কাছে এতটুকুতেই সীমাবদ্ধ ছিলাম আমি!
সময় হয়নি তোমার;
পেছনে তাকাওনি যখন,
তখন শুধু শুধু ডেকে আর তোমার বিরক্তির কারণ হবোনা।
আমি যেখানে ছিলাম, এখনো সেখানেই আছি।
আমার যে আমার উপায় নেই, যাবার কোন যায়গাও নেই।
অনেকগুলো নেই এর মাঝে, আছে বলার অবকাশ থাকে না।
তবুও আমি আছি, তুমি আঘাত করবে বলে আমি আছি।
যেভাবে খুশি আঘাত দাও!
ছিন্ন ভিন্ন করে দাও আমার সব অঙ্গ প্রত্যঙ্গ।
চামড়ার আবরণ দিয়ে ঢাকা কটা হাড্ডি আর ক’লিটার রক্ত-
এটাই যদি আমি হই, তবে এগুলোর আর দরকার নেই।
খরস্রোতা নদীর মত, আমার রক্ত প্রবাহিত কর-
যেখান থেকে খুশি।
আমি প্রস্তুত। কোন আক্ষেপ বা পিছুটান নেই।
শরীরের ভেতরের সব গ্রন্থি, পেশী সবকিছুই
আজ ছিন্নভিন্ন হয়ে যাক তোমার আঘাতে।
তুমি খুশি থেকো!
শুধু করজোড়ে বলছি সনির্বন্ধ অনুরোধটি রেখ-
আমাকে কথা দাও। বল দিবে?
আমার হৃতপিন্ডে কোন আঘাত দিও না!
তাহলে তুমিই নিজেই যে ব্যথা পাবে।