আমি নিজেও ভেবে পাই না
আসলে আমি কাকে বোঝাতে চেয়েছিলাম?
অবশেষে কিছুটা জোর করেই সিদ্ধান্তে এলাম
আমি বোঝাতাম আমার অসংজ্ঞায়িত মনকেই!
দক্ষ ডুবুরির মত সমূদ্রের তল হাতড়ে
মুক্তো না হোক, কিছু নুড়ি পাথর হয়ত পেতাম।
কিন্তু আমি অবুঝের মত সাঁতার না জেনেই
ডুব দিয়েছিয়াম যে সমূদ্রে-
আমি জানতাম না, এ জলধির কোন তল নেই।
জটিল এক সমীকরণ ছিল-
পারলাম না সমাধান দিতে।
ভেবেছিলাম হারিয়ে যাব দূরে কোথাও!
সামনে বিস্তীর্ণ পথ-
আমি ঝরে যাই পাতার মত দমকা বায়ুর তোড়ে
আর তুমি চেয়ে আছো সেই পথ পানে
কাঁটাগাছের ফুল হয়ে।