মরুভূমি

ধূসর চিঠির পাতা আর তার বিবর্ণ লেখায়

আমি এঁকেছিলাম আমার যন্ত্রণার পটভূমি-

লেখাগুলো ম্লান হয়ে অপাঠ্য হলেও

আঙ্গুলের কোনায়, সবার অজান্তে মুছে ফেলা

চোখের জল চকচক করে উঠেছিল

সেই সূর্যের আড়ালে-

যার গ্রহন আমাকে আশ্বাস দিয়েছিল!

পায়ের নিচে মড়মড়িয়ে ওঠা শুকনো পাতার শব্দ

আমাকে জানিয়েছিল-

আমি বেঁচে ছিলাম।

এক ফোঁটা পানি হয়ে অপেক্ষায় ছিলাম বারুদ স্তুপের আশায়

মৃতপ্রায় কালের অন্তরালে বাধ সেধেছিল এক অসহিষ্ণু মরুভূমি। 

Author's Notes/Comments: 

7th March 2015

View shawon1982's Full Portfolio