মাত্র দু’এক ফোঁটা রক্তে
হয়ত কিছুই হবে না-
কিন্তু আমার প্রতিবাদ আমি করেই যাব।
বৃষ্টির পানির শব্দ যদি
মনের ভেতরে মশাল নাও জ্বালে
আমি তবুও বৃষ্টিতেই ভিজবো।
তুমি যদি কোন প্রদীপ দেখো
তবে আমাকে কষ্ট করে
আলোর নীচের অন্ধকারে খুঁজতে যেও না।
একটুও যদি সলতে জ্বলতে দেখো
তবে বুঝে নিও, ওটি আমি।
তোমার হাতে নাই বা হলো-
তবুও তোমার চোখের সামনেই
জ্বলে নিঃশেষ হয়ে যেতে চাই।