অক্লান্ত কবি

 

 

আমি কি একজন কবি?

যদি ক্লান্ত হয়ে যাই, তবে আর কবি কিসে?

এখন তো আমার অবিশ্রান্ত লিখবে যাবার সময়-

কবির কলম থেকে যাওয়া?

সে তো মৃত্যুর চেয়েও ভয়াবহ!

আমি তো এমন পরিণতির দাবীদার নই।

একজন কবিকে কণ্ঠরোধ করে মেরে ফেলা যায়

কিন্তু তার লেখাগুলো?

স্ফুলিঙ্গ হয়ে বারুদের স্তুপে পড়ে

যুগ-যুগান্তরকেও পুড়িয়ে ছারখার করে দেয়

একজন কবির কবিতা!

 

কবির ক্লান্ত হওয়া মানে

চেতনাকে লুপ্ত করে ফেলা-

সতীদাহের মত একটি জীবন্ত মানুষকে

সব সম্ভাবনার সাথে পুড়িয়ে মারা।

আমি বিদ্রোহী নই-

কিন্তু অক্লান্ত কবি হতে চাই!

এইটুকু শুধু চাওয়া-

আমার নির্ঘুম লেখাগুলোকে

তোমাদের মাঝে বিলিয়ে দিয়ে যাই। 

Author's Notes/Comments: 

1st March 2015

View shawon1982's Full Portfolio