আজও কি তুমি রাত জেগে অপেক্ষা কর?
আমি আর কখনও ফিরবো না জেনেও?
আজও কেন তুমি নির্ঘুম রাত পার কর?
আমাকে আর কখনও দেখবে না জেনেও!
আমি ভেবেছিলাম এই বুঝি শেষ হল
তোমার হৃদয়ে তিল তিল করে জমানো
এক টুকরো নিখাদ ভালোবাসা।
তুমি ভুল ধারণায় মেতেছিলে-
আমি তোমাকে ঠিকই চিলেছিলাম।
তুমিই ভুল করেছিলে মিথ্যে আশায়।
আজও কি দরজা খুলে পথের দিকে তাকিয়ে থাকো?
আমাকে কখনও ফিরতে দেখবে না জেনেও?
আমি তো আর কখনই গাইবো না-
তবুও কেন তুমি কান পেতে থাকো?
যদি ভুলে যাও আমাকে
তা হবে তোমার জন্য মঙ্গল।
নতুনকে বরণ করে নিও তুমি
ভুলে যেও অতীতের গ্লানি সকল।
তোমার দীর্ঘশ্বাস হয়ে আমি যদি কখনও ছুঁয়ে দেই তোমাকে-
তোমার মধ্যেই হবে আমার আসা-যাওয়া; কিন্তু তুমি পাবে না আমাকে।
এভাবেই চলতে থাকুক আমাদের লুকোচুরি
তুমি আমাকে খুঁজেই পাবে না।
আমিও বলব না তোমার হাতদুটো দাও! একটু ধরি!
অনেক বছর পরেও তোমার আমাকে মনে পড়বে কি?
যদি পড়ে, আমি তোমাকে বলবো তখন-
তুমি ঘুমিয়ে পড়;
আমি একাই রাত জেগে থাকি।