ভ্রম (With Muhit Hassan Akanda)

 

অদ্ভুত এক আবেশ ছেয়েছে হৃদয়ে

বলছে আমায় মেঘের রূপ নিয়ে

সঙ্গ দিতে এসেছি তোমার শূন্য জীবনে

রাঙ্গিয়ে দিব তোমার প্রতি মূহুর্তকে

স্বপ্নে ভরিয়ে তুলব তোমার সব কল্পনাকে...

আনন্দে উদ্বেল হয়ে যাই আমি

এই বুঝি এলো সেই কাঙ্ক্ষিত

তীর্যক স্বপ্নের বাস্তবায়ন!

মেঘের পরে সাদা মেঘ জমতে থাকে

হাতছানি দেয়- আমিও হাত বাড়িয়ে দেই

কাঙ্গালের মত!

মেঘ হাত সরিয়ে নেয় মুচকি হেসে!

আমি হতাশ হই না, কারণ

এতো নিছক লুকোচুরি খেলা

আমায় সঙ্গী করে এই বুঝি ভাসবে

সাদা মেঘের ভেলা।

অন্তহীন অপেক্ষার প্রহর শুরু হয়

হতচকিত মনকে আন্দোলিত করে

খন্ড খন্ড সন্দেহের প্রলয়!

আমি ঝিমিয়ে যাই-

কতক্ষণ ঘুমিয়েছি জানি না

জেগে দেখি অন্ধকার ছেয়ে গেছে

ভেবেছিলাম সবটা আমার মনে, কিন্তু না

সাদা মেঘগুলো সব কালো হয়ে গেছে।

ভেবেছিলাম দৃষ্টির ভ্রম হবে হয়ত

আমি আবার তাকাই ইতস্ততঃ

মনের ভ্রান্তিগুলো কেটে যায়

আমি বাঁধা পড়েছিলাম প্রতারণায়।

মেঘের পরে মেঘ- চলে পালাক্রম

আমি দুহাতে চোখ রগড়ে তাকাই-

শেষ হয়ে যাক- যা ছিল আমার ভ্রম।

দিন যায়-

মাস যায়!

Author's Notes/Comments: 

25th February 2015 (concept and first 5 lines are composed by Muhit) 

View shawon1982's Full Portfolio